ঢাকারোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

ইভানকে খুঁজছে পুলিশ

আরটিভি অনলাইন রিপোর্ট

বৃহস্পতিবার, ০৬ জুলাই ২০১৭ , ০১:০৫ পিএম


loading/img

বনানীতে উত্তরবঙ্গের তরুণী ধর্ষণে অভিযুক্ত বাহাউদ্দিন ইভানকে খুঁজছে পুলিশ। মঙ্গলবার রাতে জন্মদিনের কথা বলে ডেকে নিয়ে ধর্ষণ করা হয়া বলে বনানী থানায় মামলা করেন ওই তরুণী।  

বিজ্ঞাপন

বনানী থানার ওসি (তদন্ত) আব্দুল মতিন জানান,  ইভানকে গ্রেপ্তার করতে  বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।তবে এখনো তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

তিনি বলেন, তরুণীর লিখিত অভিযোগের পর থেকেই সম্ভাব্য সব জায়গায় অভিযুক্ত ইভানকে খোঁজা হচ্ছে। পুলিশের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীও তাকে খুঁজছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, প্রযুক্তির সাহায্য নিয়ে তার মোবাইল ট্রাকিং করা হয়েছে। শিগগিরই তাকে গ্রেপ্তার করতে সক্ষম হব।

বনানীর রেইন ট্রি হোটেলে দুই শিক্ষার্থীকে জন্মদিনের অনুষ্ঠানে ডেকে নিয়ে ধর্ষণের রেশ কাটতে না কাটতে  মঙ্গলবার রাতে এক তরুণীকে একইভাবে ডেকে নিয়ে ধর্ষণের ঘটনা ঘটে।

বনানীর ২ নম্বর সড়কের একটি বাসায় এ ঘটনা ঘটে। পরে ওই তরুণী বনানী থানায়  মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

মামলায় উল্লেখ করা হয়েছে, উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ এক তরুণীর (২২) সঙ্গে বনানীর ব্যবসায়ী বোরহানউদ্দিনের ছেলে বাহাউদ্দিন ইভানের  ফেসবুকে পরিচয় হয়। পরে তাদের মধ্যে বন্ধুত্ব হয়। মঙ্গলবার ইভান তার জন্মদিনের কথা বলে তরুণীকে তার বাসায় ডেকে নেন। সেখানেই তাকে ধর্ষণ করেন ইভান।

বিজ্ঞাপন

বনানী থানায় মামলার পর স্বাস্থ্য পরীক্ষার জন্য বুধবার দুপুরে ওই তরুণীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

প্রাথমিক চিকিৎসা শেষে তাকে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। শারীরিক পরীক্ষার জন্য ওই তরুণীকে বৃহস্পতিবার আবার ঢামেকের ওসিসিতে নেয়া হবে বলে জানা গেছে।

এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |